৬২ বছর অবিবাহিত ছিলেন আশ্রাফ,প্রেমিকাকে ফিরে পাবার আশায় । অবশেষে প্রেম বাধলেন ঘর, বিস্তারিত প্রতিবেদনে…

 

লথায় আছে প্রেমের মরা জলে ডোবেনা। আশ্রাফ আলিকে দেখে তাই বুঝা যায়। যারাই সত্যিকারের প্রেম করেছেন অতঃপর ধোকা খেয়েছেন তাদের অনেকেই বিয়ে করেন নি, কেউবা পাগল হয়ে যান আবার কেউ কেউ নিজের জীবনকেও ত্যাগ করে দেন। কি রয়েছে এই প্রেমে? ভালোবাসার মানুষটাকে যারা আসলেই ভালোবাসে তারা কোনো না কোনো উপায়ে সেই মানুষটাকে সারা জীবন কাছে পেতে চায়।

বিয়ে ছাড়াই কেটে গেল ৬২ বছর। কাটছিল একাকিত্ব সময়। তবে শেষ বয়সে বদলে গেল সিদ্ধান্ত। পড়লেন প্রেমে। তাও ৫৪ বছর বয়সী নারীর। জীবনের নিঃসঙ্গতা কাটাতে সেই প্রেমিকাকেই করেছেন বিয়ে।

এক হাজার মানুষের উপস্থিতিতে এক লাখ এক টাকা দেনমোহরে প্রেমিকা ৫৪ বছর বয়সী রানু বেগমকে বিয়ে করেন ৬২ বছরের আশরাফ আলী ব্যাপারী। বানু বেগমের ঘরে এক কন্যাসন্তান থাকলেও আশরাফ আলী ছিলেন অবিবাহিত।

শনিবার রাতে ভালোবাসার এ বিয়ে হয়েছে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের জননেত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে। তারা চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের জননেত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

Comments